অমুসলিম দাওয়াহ - সাইয়েদ আবুল হাসান আলী নদভী এবং খুররম জাহ মুরাদ

বই: অমুসলিম দাওয়াহ
লেখক: সাইয়েদ আবুল হাসান আলী নদভী এবং খুররম জাহ মুরাদ
ভাষান্তর: মোসলেহ ফারাদী
প্রকাশনী: "প্রচ্ছদ"
প্রচ্ছদ মূল্য: ৯৬৳


আমাদের সমাজে একটা বিষয়ে প্রচুর বিভ্রান্তি রয়েছে সেটা হচ্ছে, 'দাওয়াহ'। এটা আমরা কার প্রতি দিবো? কিসের প্রতি ডাকবো? কেনো ডাকবো আর কিভাবে ডাকবো এই এই ব্যপারগুলো নিয়ে বহুকাল আগে হতেই নিজেদের মাধ্যমে নিজেরা ইচ্ছাকৃতভাবে জলঘোলা করেই চলেছি। চারিদিকের হাজারো মতের নানান ফলাফল উপস্থাপিত হচ্ছে বিভিন্ন ভুল বার্তার মাধ্যমে। আর পশ্চিমা আশকারা পাওয়া মিডিয়াগুলোর কথা নাই বা বললাম। 'দাওয়াহ' নামক একটি মৌলিক দায়িত্ব যা থেকে পুরো মুসলিম উম্মাহকে সুকৌশলে ধীরে ধীরে পশ্চাদপ্রদর্শন করতে যারা উঠেপরে লেগেছে তাদেরকে আজ সফল মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কনসার্ন হওয়ার জন্য বর্তমানে না আসছে কোনো পরামর্শ আর না আসছে কোনো নির্দেশনা। সবাই আছি যার যার মতের 'দাওয়াহ'! নিয়ে ব্যস্ত। মূলত, একজন মুসলিম হিসেবে আমাদেরকে আমাদের চারপাশের অমুসলিম প্রতিবেশিদের প্রতি যে মৌলিক দায়িত্বসমূহ রয়েছে তার মধ্যে অন্যতম কাজটি থেকে আমাদের বিরত থাকা আমাদেরই জ্ঞানের স্বল্পতার পরিচয় বহন করে। দাওয়াহ নিয়ে সুস্পষ্টত একটি উপসংহারে আসা আজ আমাদের জন্য একটি আবশ্যকীয় কাজ হিসেবে দাড়িয়েছে।

অনেকে মনে করে দাওয়াহর জন্য স্তুপকে স্তুপ কিতাব অধ্যয়ন করা প্রয়োজন। এই ব্যপারটি ভুল। ইসলাম দাওয়াহর কাজে নামার জন্য জ্ঞানের কোনো সীমারেখা ঠিক করে দেয়নি। উম্মাহর প্রতিটি ব্যক্তিই দ্বায়ী ইল্লাল্লহর ভূমিকায় অবতীর্ণ হতে পারবে যদি তার নিয়ত সহীহ থাকে।দুনিয়ার পথভ্রষ্ট মানুষদেরকে পথ দেখানোর মতো মহান কাজে নেমে পরতে পারবেন আপনিও৷ আর প্রথমেই উল্লেখিত উপরোক্ত বিভ্রান্তিকর বিষয়সমূহ হতে নিজে সঠিক পথ খুজে পাওয়ার জন্য যে বইটি অপরিহার্য সেটি হচ্ছে প্রচ্ছদ প্রকাশনীর 'অমুসলিম দাওয়াহ'।

সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহঃ) এর একটি সংক্ষিপ্ত ভাষণ এবং উসতাজ খুররম জাহ মুরাদ (রহঃ) এর একটি ছোট্ট পুস্তিকাকে সমন্বিত করে বাংলাভাষী পাঠকদের জন্য অনুবাদ করেছেন মোসলেহ ফারাদী। বইটি পড়া শেষে নিজে নিজেকে প্রস্তুত করে নেমে পড়ুন দাওয়াতী কাজে। কারণ এই বইটিই ভবিষ্যতে হতে যাচ্ছে আপনার দাওয়াতী কাজের প্রেরণার উৎস।


Post a Comment

0 Comments