আলিম ও স্বৈরশাসক - ড. ইউসুফ আল কারযাভী

বই: আলিম ও স্বৈরশাসক

লেখক: ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ: আবুল হাসান
প্রকাশনী: "প্রচ্ছদ"
প্রচ্ছদ মূল্য: ৯৬৳



আমরা কি হেরেই চলেছি?
- না, আমরা সত্যিকারভাবে সেদিনই হেরে যাব, যেদিন আমরা সত্যের ব্যাপারে সন্দিহান হয়ে পড়ব; যে সত্য পথের দিকে আমরা মানুষকে ডাকছি। আর সেদিনই আসলে আমরা পরাজিত হব, যেদিন অন্যরা যে মিথ্যার ওপর আছে, সে মিথ্যায় বিশ্বাস করা শুরু করব। যদি কোনো ব্যক্তি একাকী ও নিঃসঙ্গ হওয়ার পরও মিথ্যার মোকাবিলায় সত্যের ওপর অবিচল থাকে, সে সত্যিকার অর্থেই বিজয়ী; যদিও অন্যদের চোখে সে ব্যর্থ।
(আলিম ও স্বৈরশাসক)

চমৎকার প্রচ্ছদে মোড়ানো বইটিকে যখন দেখতে পাই তখনই সেটার দুটো পেইজ পড়ার লোভ সামলাতে পারিনি। কিন্তু একবার শুরু করার পর শেষ না করে আর উঠা সম্ভব হয়নি। শায়খ কারযাভীর এই মাস্টারপিস আমার অন্তরকে করেছে আলোড়িত। এটি মূলত একটি নাটক। ইতিহাসের দুটি বিখ্যাত কালজয়ী চরিত্র তাবেয়ী সাইদ ইবনে যুবাইর (রহ:) ও স্বৈরশাসক হাজ্জাজ বিন ইউসুফের ঘটনা অবলম্বনে লেখা নাটকটি। এর মূল নাম ছিল 'আলিমুন ওয়া তাগিয়া'। নাটকের প্রতিটি চরিত্রকেই জীবন্ত উপলব্ধি করার সুযোগ দিবে এ বই। বর্তমানের সাথে খুজে পাবেন এর অবিস্মরণীয় মিল। আপনি পৃথিবীর যেই দেশের সেই রাজ্যের লোক হননা কেনো, এই বই আপনাকে কিছুটা হলেও আপনার অবস্থান হতে নড়েচড়ে উঠতে বাধ্য করবে। বিশেষ করে উপমহাদেশেও।

লেখক আমাদেরকে একটি বাস্তব চিত্র দেখিয়েছেন যে, একজন হকপন্থী হিসেবে তাগুতের বিপক্ষে আপনার ভূমিকা কেমন হওয়া উচিৎ। কেমনভাবে নিয়ন্ত্রণ করা উচিৎ আপনার নমনীয়তার লাগাম। আপনার জান মালের হন্তারক যে আপনার মৃত্যুর বিনিময়ে তার নিজের মৃত্যু কিনে নিচ্ছে তার জলন্ত উদাহরণ এই নাটকটি। বৈশ্বিক ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে এই বইটি স্থান পাবে বলে আমি আশাবাদী।

Post a Comment

0 Comments