ইসলাম ও শিল্পকলা - ড. ইউসুফ আল কারযাভী

বই: ইসলাম ও শিল্পকলা
লেখক: ড. ইউসুফ আল কারযাভী
ভাষান্তর: ড. মাহফুজুর রহমান
প্রকাশনী: "প্রচ্ছদ"
প্রচ্ছদ মূল্য: ১৯০৳



সম্প্রতি একটি বিষয়ে বিতর্ক উঠেছিল এবং ইসলামপন্থীদেরকে দুটিভাগে ভাগ করেছিল, সেটি ছিল 'ভাস্কর্য' ইস্যু। বিতর্কটি চলমান ছিল অনেকদিন। বর্তমান সময়েও মিউজিক হালাল না হারাম, ইসলাম সঙ্গীত ছাড়া অন্য কোনো ধরনের সঙ্গীত গাওয়া যাবে কিনা, খেলাধুলা হালাল বা হারাম কিনা বা তাদের সমর্থন করা যাবে কিনা ইত্যাদি এইসব বিবিধ বিষয়সমূহ সামনে এলেই ইসলামপন্থীরা দুটি শিবিরে বিভক্ত হয়ে পরেন যা পরবর্তীতে প্রকাশ্যই অন্য ধর্মাবলম্বীদের নিকট হাসির খোরাক যোগায়। এই বিষয়গুলোকে নিয়ে বর্তমান সময়ে একটি সিদ্ধান্তে পৌছানো দরকার। কেননা এগুলো আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছে। কিছুদিন আগে একটি বই পড়লাম তার নাম হচ্ছে, 'ইসলাম ও শিল্পকলা'। বর্তমানে খড়কুটোর ন্যায় ভেসে বেড়ানো মুসলিম উম্মাহর দরদী অভিভাবক ড. ইউসুফ আল কার‍্যযাভী এই বইটির মূল লেখক। শায়েখ কারযাভী তার অনুপম লেখনী দ্বারা এই বইয়ে উল্লেখিত বিষয়সমূহের ক্ষেত্রে একটি সিদ্ধান্তে নিয়ে এসেছেন আমাকে। শায়খের এইসব জীবনঘনিষ্ঠ বিষয়সমূহকে গভীরতম আলোচনা আমাকে করেছে আন্দোলিত। এই বইয়ের ব্যাপারে শুধু এতটুকু বলবো যে, "আমার জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন পর্যায়ে করে আসা ঠুনকো বিতর্কগুলোকে আজ আমার কাছে অর্থহীন মনে হচ্ছে, নিজে নিজেকে ধিক্কার দিচ্ছি যে কেনো এই বইটি আগে পড়া হয়নি"?
সে যাই হোক, পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই। বর্তমান সময়ে আমাদের মুসলিম উম্মাহর মধ্যকার ছোটখাটো বিষয়ে বিতর্ক করিয়ে ফাটল ধরাতে পেরে আত্নতৃপ্তিতে হাসছে একটি সাম্রাজ্যবাদী চক্র। আমাদের একটি বিষবাক্য প্রতিনিয়ত তাদের পয়সা উসুল করে নিচ্ছে মাত্র। মহান আল্লাহ আমাদের এইসব বিষয় সমূহ থেকে কল্যাণ আহরণের তাউফিক দান করুন। আমিন।


Post a Comment

0 Comments