ভারতের জেরুজালেম থেকে এক মুসল্লি বলছি...


 

(০১)
রামসেনারা মত্ত হয়ে করছে মন্দির নির্মান
ওরে নবীন ওরে তরুণ
ঝাপিয়ে পড়ো
সেই সেনাদের কাধের উপর
নিজকে বলো বীর বান।

(০২)
পশ্চিমাদের আশকারাতে চলছে জুলুম
ভারত জুড়ে,
খুজে খুজে রাম সেনাদের ধর যে টুটি
চেপে ধরে গাঙ্গে ফেলো বস্তা পুরে।

(০৩)
জীবন বাজী রেখে যারা
করেছিলো ভারত জয়,
তবে তাদের পৌত্রদেরও
নিশান তুলে যুদ্ধ করে
জয় করে যত পরাজয়।

(৪)
মৃত্যুর ভয়ে লুকিয়ে থাকো
ওরে কাপুরুষের দল,
তোমরা না গেলেও যাবে আবাবিল
পুনরায় হয়ে সবল।

(০৫)
বিশ্ব মুসলিম তাকিয়ে আছে
দেখছে নির্বাক নাটক
তাড়িয়ে বেড়াবে তোদের তারা
একে একে হবি যে আটক




গুচ্ছ কবিতা: বাবরী মসজিদ

আব্দুল্লাহ আল রাইহান

০৫.০৮.২০২০

Post a Comment

0 Comments