বইয়ের নাম: টিউশনি
লেখক: কয়েস সামী
প্রকাশনী: অনুজ প্রকাশন
বইয়ের ধরন: ভৌতিক, থ্রিলার
প্রচ্ছদ: জুলিয়ান
মুদ্রিত মূল্য: ২০০৳
পূর্বকথা: বইয়ের রিভিউ আগে কখনো পাবলিকলি তেমন একটা দেইনি। তবে সাহস করে যে দুই একটা দেইনা এমন না। মাঝে মাঝে কিছু বইয়ের বর্ননাশৈলী, প্লট, সাসপেন্স বিশেষ করে তার লুকানো মেসেজটি ভাল লেগে গেলেই বসে পরি সেই বইয়ের একটা ছোটখাট রিভিউ দিতে। এটাও তেমনই একটা বই।
"পরীক্ষার তো দেরী আছে। সামান্য একটা ছোট মেয়েকেই তো পড়াবি মেয়ে তো ছাত্রী হিসেবেও মেধাবী। আমার ব্যপারটা মাথায় রেখে তুই একটু পড়া না বন্ধু...।" বন্ধুর আবদারে টিউশনিটা নিয়ে নিলো আবির। লাবিবা ভাল ছাত্রী। তাকে পড়াতে আবিরের মোটেই বেগ পেতে হচ্ছেনা। দিন ভালই চলে যাচ্ছে। কিন্তু তার ছাত্রী লাবিবা তাকে মিস ব্রুটালের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকেই আবিরের পিছু ছাড়ছেনা এই অজ্ঞাত মিস ব্রটাল। তাকে তাড়া করে বেড়াচ্ছে এই মহিলা। সে কে আর কি চায় আবির কিছুই যানেনা। আবির বুঝার চেষ্টা করছে তার প্রতি এই মহিলার কেন এতো ক্ষোভ কেন এতো বিদ্বেষ। এদিকে আবিরের অতি কাছের একজন আত্নহত্যা করে বসে। তার একটি চিঠি আসে আবিরের কাছে। রহস্যের জট বাড়ে। এই নিয়ে এগিয়ে যায় কাহিনী। এটার শুরুতে পাঠকের মনে হবে এটা একটা ভৌতিক গল্প, একটু পরে থ্রিলারের স্বাদের সাথে কিছুটা ফ্যান্টাসির ছোয়া পাবে। এটার এন্ডিংয়ের সাথে সাথে পাঠকের বাস্তব জীবনের কিছুটা উপলব্ধি হবে। কারন এই গল্পটা আমাদের সমাজের চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পিশাচের। সর্বোপরি এটি একটি সুখপাঠ্য।
0 Comments